Saturday, June 28, 2014

ধন্যবাদ শামীম ওসমান।

আজকে অনেক দিন পরে একটা বিষয়ের কাছে আকটে পড়লাম। মনে মনে চিন্তা করলাম যে আমার বিভেক জাগ্রত হওয়ার পর চেষ্টা করেছি অন্যায়ের প্রতিবাদ করতে। যারা অন্যায় করেছে তাদের বিপক্ষে কথা বলেছী অনেক লেখা লেখিছী। কিন্ত যার অন্যায়ের প্রতিবাদ করলাম এত দিন পরআজ তার একটি কথা শুনে আকটে গেলাম। নিজের কাছে আশ্চর্য লাগল যে, এত দিন আমি যার বিরদ্ধে লেখলাম কিন্ত আজ তার কথা শুনে তাকে নিয়ে আমাকে লিখতে হচ্ছে।
আজকে শামীম ওসমান সংবাদিকদের উদ্দেশে যে কথা গুলো বললেন আমি তা পড়ে হতভাক হয়ে গেলাম। চিন্তা করলাম যে কথা গুলো তিনি বলেছেন তা তো সত্যি। হতে পারে  শামীম সন্ত্রাসী অন্যায় করি কিন্ত সে যে কথা গুলো  বলেছে তার মাঝে যুক্তি অনেক আছে।
আজ তিনি সংবাদিকদেরকে কুকুর বললেন। এটা শুনে আপনারা হয়ত অভাক হয়ে  যাবেন যে তিনি কিভাবে এটা বললেন। সংবাদিকদের এত অপমান এটা তো সহ্য করা যায় না। কিত্নু আপনি যখন নিচের কথা গুলো পড়বেন দেখবেন সত্যি কিছু মিল রয়েছে। কিভাবে রয়েছে চলুন একটু আলোচনা করি।  

দৈনিক ইনডিপেনডেন্ট ও ইনডিপেনডেন্ট টিভির মালিক হলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রাহমান।যার বিরুদ্ধে অভিযোগ এবং প্রমান আছে যে তিনি শেয়ার মার্কেট থেকে ২৩ হাজার কুটি টাকা আত্মসাৎ বা চুরি করেছেন।যেই আলোচনা টা আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি এমনকি সংসদদের ভিতরে এই বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু সরকার বা আইন কোন কিছু করতে পারেনি এমনকি কিছু কিছু সংবাদ পত্র কোন সংবাদ প্রচার করেনি সালমান এফ রাহমানের শেয়ার মার্কেটের টাকা আত্মসাৎ করার জন্য।
এই রকম অনেকে আছেন যে, নিজের দুই একটি মিডিয়া আছে এবং তার উপর ভর করে অন্যায় অপকর্ম করে যাচ্ছেন যা কেউ জানছে না।

সংবাদিক ভাইদের ব্যাপারে কিছু লেখী।  বিগত এক বছর আগে  দিগন্ত টিভি এবং ইসলামীক টিভি, দৈনিক আমার দেশ বন্ধ করে দিল সরকার। কিন্তু আপনাদের তো দেখলাম না একটি আন্দোলন করতে কেন এই মিডিয়া গুলো বন্ধু করে দেওয়া  হল। আপনাদেরকে দেখালাম না এক ঘণ্টা ধর্মঘট করতে  বন্ধ মিডিয়া গুলো খুলে দেওয়ার জন্য। আপনারা যেমন আপনাদের পরিবার,ছেলে মেয়ে লালল পালন করেন সংব্বাদিকতা চাকরী করে একটি মিডিয়া অধীনে  কাজ করে তেমনি তারা তো তাদের ছেলে মেয়েকে লালল পালন করত বন্ধ এই মিডিয়া গুলোতে চাকরী করে।
সুতরাং মিডিয়ার  মালিকের কথা শুনে আপনারা যদি আপনাদের সংবাদিকতার আদর্শ থেকে সরে দাঁড়ান চাকরির লোভে টাকার লোভে তাহলে তো শামীম ওসমান যা বলেছে সেটা টিক। শামীম ওসমানের দুর্নীতির কথা আপনারা বড় বড় হেড লাইনে লিখতে পারেন তাহলে ২৩ হাজার  কুটি টাকা  সালমান এফ রাহমান  আত্মসাৎ বা চুরি করে ফেলল আপনারা কেও কোন রিপোর্ট করলেন না। কেন অন্যায়ের বিরদ্ধে নিজের মাথা উঁচু করে দাঁড়ালেন না।


তাই এখনো সময় আছে  নিজের আত্তার কাছে নিজেকে দাড় করার, সত্য কথা তুলে দরুন। শামীম ওসমানের মত মানুষ আপনাদেরকে কুকুর না বলে সে যেন বলে বাংলা সাহসী সন্তান। আপনাকে গালীর পরিবর্তে সে যেন সালাম দেয়।