মোঃ সাইদুর রাহমান, লন্ডনঃ কয়েক দিন আগে সারা পৃথিবীতে বড়বড় হেডলাইনে নিউজ প্রকাশিত হয়েছিলো যে, থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা ও ৯ জন মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেয়। পাশাপাশি নিয়োগ করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। গত বছরের নভেম্বরে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে থাইল্যান্ডে। এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে সেখানে মধ্যবর্তী নির্বাচন দেয়া হয়। বিরোধী দল সেই নির্বাচনে অংশ না নেয়ায় বাতিল হয়ে যায় সেই নির্বাচন। আদালতের রায়ে বলা হয়, জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধানকে বদলি করার ক্ষেত্রে অবৈধ পন্থার আশ্রয় নিয়েছিলেন ইংলাক এবং সেই জন্য তাকে প্রধান মন্তী পদ থেকে সরে যেথে হয়েছে এখন ইংলাকের বিরদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে যে তিনি বেশি দামে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছিলেন কিন্তু এখন সেই ধান সরকার বিক্রি করতে পারছেন না ।