Sunday, August 31, 2014

শেখ হাসিনের গনত্রান্তিক বক্তব্য, জনগনের উত্তর

একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ।
প্রত্যেক দিন বাংলাদেশের প্রায় সব কয়টি সংবাদ পত্র আমার পড়া হয়।আজ বসে বসে দৈনিক আমার দেশ অনলাইন পড়তেছিলেম। দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ছাপা হয়েছেন। শিরোনাম দেখে থমকে গেলাম। শিরনামটি ছিল এই রকম "" রাজনীতি থেকে জারা হারিয়ে গেছে তারা আর ফিরবে না আমি মিরথু কে পরোয়া করি না। তিনি তার বক্তব্বের এক জায়গায় বললেন যে, যারা ইয়াহিয়া খানের পা-চাটা কুকুর ছিল এবং যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের অস্তিত্ব এখনো আমাদের সমাজে আছে। সেই সাথে অনেক কিছু। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আশ্চর্য হলাম না কারন তিনি এই রকম কথা বলেন। যাক ভাবলাম দেখি প্রধানমন্তীর এই বক্তব্বের পরিপেক্কীতে পাঠকরা কি মন্তব্য করেছেন। মন্তব্য গুলো পড়ে এই কথা বুজলাম যে বাংলাদেশের  মানুষ এখন নাখ, কান খোলা রেখে চলে। আগের দিনের মত আর কথা দিয়ে ফাঁকি দেওয়া যাবে না। পাঠকদের কিছু মন্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 

  Khalifa Malik  University of Dhaka 
বাংলাদেশে ইয়াহিয়ার পালিত কুকুরদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে
Shame on Hasina for using such vulgar words against her political opponents. If Yahya was so bad, why her father preferred to surrender to his 'dogs' rather than leading the liberation war in person? Why she herself took a monthly allowance of Tk 1500 from Yahya regime and why her husband served the Yahya regime in 1971 rather than joining the ranks of freedom fighters?

 Alam Siddiqui · Kabi Nazrul Govt. College, Dhaka/Shere Bangla and Agrivarsity Mymensinghঃ 

The pet of Yahia was Sheikh Mujib. He made the under table agreement with Yahia to have him President of Pakistan and Sheikh will be the Prime Minister of Pakistan. It was Sheikh Mujib who was the main planner of genocide in 25th March in 1971 to kill all the independence seeker so that he could be the PM of The Union of Pakistan with state autonomy of East Pakistan .........the Mir Jaffar Ali Kha.....the assassin number one.....

কর্ম কদম-kormo kadom নামের এক জন লিখেছেন 
এত দিন সাধীনতার ইতিহাসকে ভুল ভাবে উপ্থাপন করা হয়েছে ,তথ্থ প্রযুক্তির যুগে আর মানুষকে বোকা বানানো যায় না ।সাধীনতা পূর্বক ও সাধীনতার পরে ইয়াহীয়ার সাথে মাখা মাখির কোন ফটো ও বিডিওচিত্র কোন বাংগালীর যদি থাকে তিনি হলেন মুজিব সাহেব
এ সব ফটো ও বিডিও চিত্র দেখলে মনে হয় মুজিব বাংগালী জাতীর চেতনার সাথে খেলোয়ার করছে । আপনে কাকে গালি দিচ্ছেন। 
উপরে মন্তব্য কারীকে সমর্থন করে এই বাক্তি লিখেছেন, 

Abul Zakaria  Open university dhaka

Kormo, I salute you for the right comment. Not only this, history is full of facts and surprises. Who is Sk Mujib? WHat was his name after his birth in CAlcutta? He got duped and fooled by Yahya. Under his very nose they were preparing for our genocide while he was bargaining for power. But again he was hand in globe with them while inciting us to agitate to create the ground for our massacre. By the grace of ALLAH we had some one like Tajuddin who steered the ship with his talents and farsightedness and saved the last straw. Without him b.Desh would never have been a reality. To day his ( Mujib's ) daughter is playing with our destiny and leading us to be slave nation. SHe is roaring and resorting to all sorts of punitive measures under her sleeve as because opposition is trying stand up against her illegal regime. But ALLAH is always wi9th the victims and oppressed. Mohammed U.K.

এই মন্তব্য গুলো থেকে কি বুজা যায়? এটা কি আমাদেরকে সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না যে, ডিজিটাল বাংলাদেশ আর যুদ্দ অপরাধীর বিচার, এই সমস্ত কথা বলে আর বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না।   
বাংলাদেশের মানুষ এখন ধান্দাবাজী রাজনীতি ছেড়ে দিয়ে একটি সুন্দর প্রগতিশীল রাজনীতি চায়। 

লেখক 
মোঃ সাইদুর রহমান 
সহকারী সম্পাদক 
তৃতীয় আলো