গণতন্ত্রের প্রবক্তাদের অকাট্য
যুক্তি—জনগণ দেশের
মালিক।
দেশ শাসনের
অধিকারও তাদেরই। সেটি আমাদের
সংবিধানে আছে যে জনগন তাদের ভোটের
মাধ্যমে তাদের প্রতিনিদি নির্বাচন করবে। এটা হল গনত্রন। যেমনটি
প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন, Democracy is government of the
people, by the people, for the people. কিন্তু দুঃখ জনক
হলে সত্যি যে বাংলাদেশের গনত্রনের সঙ্ঘা পরিবর্তন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের
ক্ষেত্রে গনত্রন্তের সংঘা এমন হওয়া উচিত যে, Democracy is government of the
Awami League, by the Awami League, for the Awami League. আবার অনেকে
Awami League-এর স্থলে India শব্দ ব্যবহার সমীচীন
মনে করছেন।
নব্বই সালে স্বৈরশাসক
এরশাদের পতনের
পর গত
২৩ বছরে
দাঁড় করানো
নির্বাচন ব্যবস্থা
বর্তমান সরকার
ও তার
অজ্ঞাবহ নির্বাচন
কমিশন তছনছ
করে দিয়েছে। গত
৫ জানুয়ারির
প্রার্থীবিহীন, ভোটারবিহীন তামাশার নির্বাচন আর
সর্বশেষ অনুষ্ঠিত
পাঁচ দফার
উপজেলা নির্বাচনে
কেন্দ্র দখল,
ব্যালটে গণহারে
সিলমারা এমনকি
ভোটের আগের
রাতেই বাক্স
ভরে ফেলার
মতো অবিশ্বাস্য
ঘটনা দেশের
গোটা নির্বাচন
ব্যবস্থাকে খেলো ও পর্যুদস্ত করে
ফেলেছে।
এতে করে
যে শুধু
নির্বাচন সংশ্লিষ্ট
প্রতিষ্ঠানগুলো তাদের সম্ভ্রম হারিয়েছে তা
নয়, গণতন্ত্রের
কফিনে শেষ
পেরেকটিও ঠুকে
দেয়া হয়েছে। উপজেলা
নির্বাচনে শাসক শ্রেণীর নগ্ন ভোটলুট
দশম জাতীয়
নির্বাচনে বিএনপি-জোটের অংশগ্রহণ না
করার সিদ্ধান্তের
যৌক্তিকতাকেই সুপ্রতিষ্ঠিত করেছে। দলীয়
সরকারের অধীনে
যে কোনো
সুষ্ঠু নির্বাচনের
পরিবেশ বাংলাদেশে
অবশিষ্ট নেই
তা চোখে
আঙ্গুল দিয়ে
১৬ কোটি
মানুষকে দেখিয়ে
দিয়েছে।
বলা হয়, All the ills of democracy can be cured
by more democracy. অর্থাত্ গণতন্ত্রের যাবতীয় রোগবালাই সারাবার জন্য দরকার অধিকতর গণতন্ত্র। শুধু তাই নয়, সব ধরনের রাজনৈতিক ব্যাধিরও একমাত্র অমোঘ ওষুধ হচ্ছে নিখাদ, নিখুঁত গণতন্ত্র। কিন্তু এটাও অপ্রিয় সত্য যে, স্বৈরতন্ত্র, একনায়কত্ব, জাহেলিয়াত মরিয়াও মরে না। সহিংস ক্ষমতাভিলাষ পরাস্ত হলেও নিশ্চিহ্ন হয় না। স্বৈরাচারী-একনায়কেরা গণতন্ত্রের রূপসজ্জা করে গণতন্ত্রের গুণকীর্তনের আড়ালে থেকে স্বৈরতন্ত্র কায়েম করে। তাই অনেক তথাকথিত গণতান্ত্রিক দেশে, বিশেষ করে পশ্চিমা উন্নত গণতান্ত্রিক দেশগুলোর আর্থিক সাহায্যের ওপর নির্ভরশীল অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোতে গণতন্ত্রের ইমিটেশন বা অনুকৃতি চালু আছে। গণতন্ত্রের মন্ত্রপাঠ করে ফ্যাসিস্ট ডিকটেটররা গণতন্ত্রের পিঠে ছুরিকাঘাত করে চলেছে। গণতন্ত্রের রক্ষক বলে দাবিদাররাই গণতন্ত্র বিনাশে তত্পর। স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সোল এজেন্টরা বাংলাদেশকে গণতন্ত্রের বধ্যভূমিতে রূপান্তরিত করছে। সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনের ভুয়া অজুহাতে গণহত্যা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। সকল ক্ষেত্রে চরম রূঢ় আচরণ করছে। এ প্রসঙ্গে বিখ্যাত আমেরিকান লেখক এরিক হোফারের একটি মন্তব্য স্মরণ করা যেতে পারে। তার মতে—‘রূঢ়তা হলো দুর্বল ব্যক্তির নিজেকে শক্তিমান দেখানোর ছল।
বাংলাদেশের
গনত্রন্ত যে মরন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ৯০সালে বাঙ্গালী জাতি আন্দোলন
করেছিল এবং গনত্রন্ত প্রতিস্তিত করেছিল এরশাদ স্বৈরাচার কাছ থেকে এখন আবার সময়
এসেছে যে বাংলাদেশের গনত্রঙ্কে পুনরজ্জিবিত
করারা জন্য শেখ হাসিনা বাকশাল সরকারের পতন ঘটিয়ে গনতন্তকে পুনরায় প্রতিস্তা করা। এই
জন্য বাংলার জনগকে শুধু মাত্র রাজনৈতিক দলের উপর ভর করে থাকলে হবে বা নিজ নিজ
উদ্যোগে আন্দোলনে জাপিয়ে পড়তে হবে।
লেখক
মোঃ সাইদুর রহমান
ফ্রিলান্স সাংবাদিক, অনলাইন একটিভিস্ট
No comments:
Post a Comment